Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ

জননিরাপত্তা বিধান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম দায়িত্ব। পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নেও এ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তৃণমূল পর্যায়ে বিস্তৃত এ বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী সদস্য-সদস্যার সচেতনতা সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়গুলো লক্ষ্য রেখে বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের জন্য প্রতি বছর বার্ষিক প্রশিক্ষণ পরিকল্পনা গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য এ প্রশিক্ষণ নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। প্রশিক্ষণ নির্দেশিকায় প্রস্তাবিত প্রশিক্ষণসমূহ এবং সমাবেশ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে যথাসময়ে পরিচালনার জন্য প্রশিক্ষণ সংক্রান্ত নিম্নবর্ণিত প্রশাসনিক ও আর্থিক নির্দেশাবলী প্রদান করা হলো ।